দুরূদে ইব্রাহীম
দাও তুমি আল্লাহ্ নাযিল করে
হযরত মুহাম্মদ রাসূলের পরে
তাঁর বংশ যারা তাদেরও তরে।
নাযিল কর তুমি সেই রহমতও
যেরূপ দিয়েছিলে বংশধর যতো;
ইব্রাহীমের সব ছিল তাহারা
তোমার রহমত পেয়েছিল যারা।
প্রশংসিত রয়েছ তুমি নিশ্চয়,
যত কিছু গৌরব তোমারই তো রয়।
দাও তুমি আল্লাহ্ নাযিল করে
হযরত মুহাম্মদ রাসূলের পরে
তাঁর বংশ যারা তাদেরও তরে।
নাযিল কর তুমি সেই বরকতও
যেরূপ দিয়েছিলে বংশধর যতো;
ইব্রাহীমের সব ছিল তাহারা
তোমার বরকত পেয়েছিল যারা।
প্রশংসিত রয়েছ তুমি নিশ্চয়
যতকিছু গৌরব তোমারই তো রয়। ।
দোয়া মাসূরা
হে আল্লাহ্ আমি শুধু আমারই তরে
জুলুম করেছি মোর আত্মার পরে;
সেইসব গুনাহ মোর রয়েছে যাহাই
তুমি ছাড়া ক্ষমা দিতে আর কেহ নাই।
অতএব তোমার খাছ করুনা দিয়ে
দয়া আর ক্ষমা মোরে দাও দেখিয়ে।
পরম ক্ষমাশীল তুমি নিশ্চয়
আরো তুমি সেই সাথে বড় দয়াময়।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।