শুরু করি তাঁর নামে আল্লা যিনি
পরম করুনাময় দয়ালু তিনি।।
সূরা ত্বীন
ডুমুরের শপথ করি জয়তুনও আর
সিনাই প্রান্তরে আর তূরের পাহাড়
এবং এই নিরাপদ নগরীর রয়
সুন্দর গঠন দিয়ে মানব অতিশয়,
সৃষ্টি করেছি তাদের আমি নিশ্চয়।
সৃষ্টি করিয়া আমি সুন্দর গঠনে
অতঃপর দিয়েছি তাকে অধঃপতনে।
ঈমানের সাথে যারা সৎকাজ করে
পুরস্কার রয়েছে অশেষ তাহাদের তরে।
অতঃএব এরপরও কিসে তোমারে
অবিশ্বাসী বানাইছে শেষ বিচারে?
সবার উপরে সেই বিচারক যিনি
শ্রেষ্ঠ বিচারক তাই নন কি তিনি??
সূরা ইনশেরাহ্
উন্মুক্ত করিনি কি আমি বক্ষ তোমার?
দেইনি কি সরিয়ে আরো ঐ সে বোঝার
দূর্বিষহ ছিল যাহা পিঠ ভাঙিবার?
তোমাকে করেছি এমন আমি নিশ্চয়
তোমার মর্যাদা দিয়ে আলোচনা হয়।
বিপদ-আপদ সবের আছে নিরাময়,
দুঃখ ও কষ্টের সাথে সুখ শান্তি রয়।
অবসর অতএব তুমি পাইবে যখন
নফল ইবাদত সব করিবে তখন
নিজের প্রভুর প্রতি দিয়া প্রাণমন।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।