শুরু করি আল্লার নাম আমি নিয়ে
দয়া করে যান যিনি করুণা দিয়ে।।
সূরা কুরাইশ
যেহেতু আসক্তি আছে কুরাইশদের
গ্রীষ্ম ও শীতকালে দূরে সফরের,
তাহারা করুক তবে তাঁর ইবাদত
কাবার প্রভুর দেয়া নির্ধারিত পথ;
ক্ষুধায় অন্ন যিনি করিলেন দান
ভয় হতে বাঁচালেন তাহাদের প্রাণ।।
সূরা ফিল
তুমি কি তা দেখনি প্রভু যিনি তোমার
করেছেন হাতিওয়ালার সাথে কেমন ব্যবহার?
কুচক্র ব্যর্থ তাদের করেছেন নাকি?
তাদের বিরুদ্ধে দিলেন আবাবীল পাখি।
নিক্ষেপ করিল যত কংকর পাথর
দলে দলে ঝাঁকে ঝাঁকে তাদের উপর,
করিয়া দিলেন তাদের আল্লা এমন
হয়ে গেল চর্বিত ভূষির মতন।।
সূরা আসর
কসম করে বলি আমি এই যমানার,
ভীষন ক্ষতির মাঝে মানুষ আছে যার;
তবে যারা ঈমান এনে সৎ কাজ করে
ধৈর্য ন্যায়-উপদেশ তারা দেয় পরস্পরে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।