আমাদের কথা খুঁজে নিন

   

ছন্দোবদ্ধ বাংলা কোরআন, পর্ব-১০ (আলাক্ব )



শুরু করি তাঁর নামে আল্লা যিনি পরম করুণাময় দয়ালু তিনি। । (সূরা আলাক্ব) পাঠ কর কোরান সেই প্রভুর নামে যার দ্বারা সৃষ্টি তুমি হলে ধরাধামে। জমাট রক্তে মানব সৃজিলেন তিনি পাঠ কর প্রভুর নামে দয়ালু যিনি। শিক্ষা দিলেন যিনি কলমের দ্বারা শিখিল মানব যত জানতোনা তারা।

সত্যই সীমানা মানুষ লঙ্ঘন করে ভাবে সে নির্ভর নয় কারো উপরে। সবাই রবের কাছে ফিরিয়া থাকে বাধা যে দেয় তুমি দেখেছ কি তাকে? নামাযে যখন রত মোর বান্দাকে? দেখনি কি যেই লোক সৎ পথের উপরে অন্য সবারেও সে সাবধান করে। দেখেছ কি যেই লোক অস্বীকার নিয়ে না মানিয়া মুখখানি রাখে ফিরিয়ে? জানে না কি আল্লার গোচরে তা রয় এরুপ কখনোই তার করা উচিৎ নয়। ওইরূপ করা যদি বিরত না রাখে কপালের চুল ধরে নিয়ে যাবো তাকে ওই চুল পাপী আর মিথ্যেবাদীর তারপর ডাকুক সে তার সকল সাথীর। আমিও ডাকিব আমার দোজখের দারোয়ান, তাদের পক্ষে দিওনা তুমি সাক্ষ্য প্রদান।

আমার প্রতি অতএব সিজদা রাখো আমারই নিকট পানে আসিতে থাকো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.