আরম্ভ করিতে নেই নাম আল্লাহর
দয়ালু করুণা ভরা পরোয়ারদিগার।
(জায়নামাযের দোয়া)
একাগ্রচিত্তে সবই ছিন্ন করিয়া
নিজেকে নিয়োগ করি আমি দাড়াইয়া
আল্লাহ পাকের প্রতি সেই সুমহান
সকল কিছুর উপর যিনি শক্তিমান,
আকাশ পৃথিবী যাঁর সৃষ্টি সকলে
আমি তো নই কভু মুশরিক দলে;
আমার সালাত আর আমার জীবন
আমার কোরবানী আর আমার মরণ
এ সকল শুধু সেই আল্লাহরই রয়
জগত মালিকের যেন খুশি তাতে হয়।
কোন আর অংশীদার কেহ তাঁর নাই
এইরূপ করে আমি নির্দেশ পাই,
সেজন্য মুসলিম রয়েছি সদাই।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।