আমাদের কথা খুঁজে নিন

   

ছন্দোবদ্ধ বাংলা কোরআন, পর্ব-৬ (আদিয়াত, কারিয়াহ )



শুরু করি তাঁর নামে আল্লা যিনি পরম করুণাময় দয়ালু তিনি। আল-আদিয়াত কসম ঐ অশ্বের যারা দৌড়ায় খুরের আঘাতে যারা আগুন ছোটায়, অতর্কিতে হামলা করে প্রভাত বেলায়। উড়াইয়া ধূলার রাশি তারা সকলে যোগ দেয় পরে তারা শত্রুর দলে। নিশ্চই মানুষ তার প্রভুর প্রতি কৃতগ্ঞতা নাই কোন, কৃতঘ্ন অতি। অব্যশই এ কথা তাদের জানা রহিয়াছে প্রবল মোহ রয় তার ধনের কাছে, জানে না কি তারা হবে পুনরুত্থান গোর হতে তুলে পুনঃ দানিবেন প্রাণ।

প্রকাশিত হবে যাহা আছে অন্তরে সেদিনের অবস্থা সবই রবের গোচরে। । আল-কারিয়াহ সজোরে আঘাতকারী মহা এক প্রলয় মহা এক প্রলয় সেটা কেমন তা হয়? সে প্রলয় জানো কি তুমি কিসের মতো? দিশেহারা পতঙ্গ সম মানুষ যত। পর্বতসমূহ হবে যেন রঙিন ধুনিত পশমের মত অবস্থা সঙীন! পূন্য দ্বারা ভারী হবে যারা ওজনে চলে যাবে তারা সব শান্তির জীবনে। পাল্লার ওজনে যারা হাল্কা হবে হাবিয়াতে তাহাদের বসবাস রবে।

তুমি কি জানো সে কি আর তা কেমন? সেটা হবে জ্বলন্ত এক আগুন ভীষণ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.