শুরু করি তার নামে আল্লা যিনি
পরম করুণাময় দয়ালু তিনি। ।
সূরা হুমাযা
দুর্ভোগ রয়েছে এমন লোকের তরে
সামনে ও পিছনে যে পরনিন্দা করে,
মাল যে সন্চয় করে রাখে আর
গণনা করে চলে তাহা বারবার;
চিরকাল রবে মাল মনে করে যায়
অবশ্যই নিক্ষেপ সে হবে হুতামায়।
জানো তুমি কি সেটা হুতামা আবার?
জ্বলন্ত আগুন এক তাহা আল্লার;
যে আগুন কলিজায় গিয়ে পৌছাবে
সে আগুন তাদের উপর বেধেঁ দেয়া হবে,
বড় বড় লম্বা খুটিঁর সাথে বাধাঁ রবে। ।
সূরা তাকাসুর
প্রাচুর্যের মোহে সদাই আছো ভরপুর,
ক্রমান্বয়ে কমিছে তোমার কবরের দূর।
এমন করা উচিত নয় বুঝিবে অচিরেই
আবার বলি অনুচিত শীঘ্র জানিবেই।
নয় যদি নিশ্চিতরুপে জানিতে তাহা,
অবশ্যই দেখিবে কেমন দোজখ যাহা।
তাই বলি পুনরায় স্বচক্ষু দিয়ে,
সেই দিন জিগ্জাসিত হবে নিয়ামত নিয়ে। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।