শুরু করি তাঁর নামে আল্লা যিনি
পরম করুনাময় দয়ালু তিনি
সূরা যিলযাল
পৃথিবী ভীষনভাবে উঠিবে কাঁপিয়া
ভিতরের বোঝা দেবে বের করিয়া
মানুষ বলিবে তখন কি হল ইহার?
ব্যক্ত করিবে খবর যাবতীয় তার।
প্রভুর আদেশ তব এমনই রবে,
মানুষ বিভিন্ন দলে বিভক্ত হবে
নিজের কর্ম সেথায় দেখিবে সবে;
যেই লোক সৎকাজ করিয়া যাইবে
পরিনাম সামান্য হলেও দেখিতে পাবে,
অতি ছোট বদকাজ করেছিল যারা
দেখিবে নিজ চোখে সবকিছু তারা।।
সূরা আল-কদর
কোরান নাযিল রাতে শবে কদরের
কেমন জানো কি সেই মহিমা রাতের?
হাজার মাসের চেয়েও সেরা এই মাসে
প্রভুর নিয়ামত নিয়ে দূতেরা আসে;
শুধা ভরা শান্তিসহ এই সারা রাতে
শেষ হয় প্রভাতে যাহা উদয়ের সাথে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।