কথা বলি মানুষের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ- শিবির ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন নিহতের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠছে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ক্ষুদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা দেশজুড়ে শিবির নেতাকর্মীদের ওপর হামলা এবং তাদের আবাসিক হল রুম, মেস ও প্রতিষ্ঠানে ভাংচুর অব্যাহত রেখেছে। সংঘর্ষের আশংকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্বাভাবিক পরিস্থিতির বিরাজ করছে।
বুড়িচং জামায়াত কার্যালয় ভাংচুর ও মডেল স্কুল ছাত্রাবাসে হামলা-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ- শিবির সংঘর্ষে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন নিহতের প্রতিবাদে বুড়িচং উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল থেকে উপজেলা জামায়াত কার্যালয় ও বুড়িচং মডেল একাডেমী ছাত্রাবাসে হামলায় চালানো হয়। মিছিলে নের্তৃত্ব দেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন স্বপন, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম খোকন, ছাত্রলীগ উপজেলা সভাপতি মতিউর রহমান খান রুমেল।
বিক্ষুদ্ধ ছাত্রলীগ কর্মীরা বিকেলে উপজেলা চত্ত্বর থেকে মিছিল সহকারে জামায়াত কার্যালয়ে হামলা চালায়। তারা অফিসের আসবাবপত্র ব্যাপক ভাংচুর করে। পরে মিছিলটি আড়াইলে বুড়িচং মডেল স্কুল ছাত্রাবাসে হামলা চালায়। ছাত্রলীগ কর্মীরা ছাত্রাবাসের ইনচার্জের রুমে ব্যাপক ভাংচুর করে। তাদের হামলায় গুরুতর আহত হন সেখানে অবস্থিত স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির হোসেন, ছাত্রাবাস ইনচার্জ রবিউল আউয়াল ও শিবির কর্মী আয়াত উল্লাহ।
গুরতর আহত প্রধান শিক্ষক কবির হোসেন, ছাত্রাবাস ইনচার্জ রবিউল আউয়ালকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মডেল স্কুল ছাত্রাবাসে হামলার সময় সেখানে অবস্থিত শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। হামলার সময় ছাত্রাবাসে সাধারণ ছাত্রদের পাশাপাশি এসএসসি পরীক্ষার্থীরাও ভয়ে দিগি¦ধিক ছুটাছুটি ও চিৎকার করতে থাকে। হামলাকারীরা এসময় ছাত্রাবাসের সামনে রক্ষিত প্রধান শিক্ষক কবির হোসেনের মটরসাইকেলটি ভাংচুর করে।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ-
আখেরী চাহার সোম্বা’র সরকারি ছুটির কারণে গতকাল বন্ধ ছিল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ।
ফলে ছাত্রসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিলনা ক্যাম্পাসে। এদিকে সন্ধ্যায় কলেজ রোডে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। তার শিবির প্রতিহতের ঘোষনা দেয়ায় হলে ও ম্যাচসমূহে উত্তেজনা বিরাজ করছে। অন্যদিকে গতকাল রাবির ঘটনার পরপর হলের লাইব্রেরী রুম থেকে ৩টি পত্রিকা খুলে নেয় ছাত্রলীগ কর্মীরা। নয়াদিগন্ত, আমারদেশ, সংগ্রাম খুলে নেয়ায় ছাত্রসংগঠনগুলোর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
ছাত্রদলও এঘটনায় নিন্দা জানায়। পরে হল প্রভোষ্ট ছাত্রলীগ নেতাদের ডেকে এধরনের ঘটনা পরবর্তীতে না করার জন্য অনুরোধ জানায়। কিন্তু আজও লাইব্রেরী রুম থেকে নয়াদিগন্ত ও সংগ্রাম পত্রিকা সরিয়ে নেয় ছাত্রলীগ কর্মীরা। এদিকে সন্ধ্যায় কলেজ রোডে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে হলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বহিরাগত অনপ্রবেশ রোধে চেকপোষ্টে কড়াকড়ি ব্যবস্থা নেয়া হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।