সূরা কাফেরুন
শুরু করি তার নামে আল্লা যিনি
পরম করুণাময় দয়ালু তিনি
বলে দাও তাদের তুমি, হে কাফেরগণ
তোমরা আমার কথা শোন যে এখন;
ইবাদত করি না আমি তোমাদের প্রভু
তোমরাও আমার রব মানো না কভু
কখনই ইবাদত আমি করি না তাকে
তোমরা ইবাদত সবাই করো যাহাকে।
তোমরাও ইবাদত কর না তাহার
ইবাদত আমি শুধু করে থাকি যার,
তোমাদের কর্মের ফল শুধুই তোমাদের
আমার কর্মের ফল আমারই নিজের।।
আল-কাওসার
কাওসার তোমায় আমি করিয়াছি দান
শুভফল সাথে আরো বহু কল্যাণ;
সালাত কায়েম কর প্রভুর তরে
কোরবানী কর আরো আনন্দ ভরে।
সবাই যারা তোমাকে আটকুঁড়ে বলে
নিশ্চই সবাই তারা ওইসব দলে।।
সূরা মাউন
দেখেছ কি কখনো তুমি সেই তাহাকে
দ্বীনকে অস্বীকার যে লোক করিয়া থাকে?
এতিমকে গলায় যারা ধাক্কা দিয়ে
বাহির করিয়া তাদের দেয় তাড়িয়ে;
মিসকিনকে দান তারা করে না খাবার
ওইসব নামাযীদের মহাক্ষতি যার
নামাযের ব্যপারে আরো উদাসীন আর,
ষেখানোর জন্য যারা নামায পড়ে
দান আর খয়রাত কভু নাহি করে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।