মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের এক জামায়াত নেতার বাড়ি থেকে ইসলামী ছাত্রশিবিরের ছাত্রী সংস্থার ২২ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বেলা ১টায় গাছুয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাস্টার আতাহার উদ্দিনের পইক্ষা হোসনাবাদ গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের। নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করতে গোপন বৈঠকরত অবস্থায় তাদের আটক করা হয় বলে দাবি পুলিশের। তবে আটককৃতদের দাবি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে একত্রিত হয়েছিলেন তারা। আটককৃতরা হলো- ছাত্রী সংস্থার কর্মী মারজানা, রেনু, স্বর্ণালী, রাফসানা, রোকেয়া, রাজিয়া, আফরোজা, সুমি, করুণা, রুনা, আফসানা, নীরু, আফিয়া, নূপুর, জাহানারা, সিমু, এলিজা, কানিজ, তানিয়া, তাহমিনা, সুবর্ণা ও আয়শা।
মুলাদী থানার ওসি মো. শাহ আলম জানান, নাশকতার পরিকল্পনা করতে ছাত্রী সংস্থার নেতা-কর্মীরা এক জামায়াত নেতার বাড়িতে গোপন বৈঠক করছিল। অভিযানের সময় ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাস্টার আতাহারউদ্দিন ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়।
জেলা পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ জানান, আটককৃতরা সবাই স্কুল-কলেজের ছাত্রী। আটকের সময় তাদের কাছ থেকে মওদুদী, গোলাম আযম ও নিজামীর লেখা বই উদ্ধার করা হয়েছে। নৈরাজ্যের পরিকল্পনা জানতে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন এসপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।