আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্র মৈত্রীর নেতা সানি নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছেঃ ওয়ার্কার্স পার্টি

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটে ৭ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ছাত্র মৈত্রীর নেতা ইলিয়াস আহমেদ চৌধুরী সানি নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন পলিটেকনিক শাখার সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েল এবং বুলবুল আহমেদ। এর মধ্যে আশংকাজনক অবস্থায় বুলবুলকে ঢাকায় আনা হয়েছে। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা।

আর জুয়েলের হাতের আঙ্গুলে কোপানো হয়েছে। ইতোমধ্যে অস্ত্রপচার চালিয়ে তার কয়েকটি আঙ্গুল কেটে ফেলা হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক এক বিবৃতিতে এই নৃশংস হত্যাকাণ্ড এবং হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তারা অবিলম্বে এই হত্যাকারীদের গ্রেফতার এবং শাস্তি দাবি করেছেন। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সরকার দিনবদলের কথা বলে ক্ষমতায় এসেছিল।

কিন্তু যেভাবে দখলবাজি আর টেন্ডারবাজির হাতবদল হলো তা জনগণ আশা করেনি। ক্ষমতায় এসে রীতিমতো সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। ক্ষমতার মোহে অন্ধ হয়ে তারা ছাত্র মৈত্রীর মতো একটি প্রগতিশীল সংগঠনের নেতা-কর্মীদের হত্যা করতেও দ্বিধা করছে না। নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের নেতৃত্বকে একথা মনে রাখতে হবে যে, যদি তারা অবিলম্বে ছাত্রলীগের এই সন্ত্রাস প্রবণতার লাগাম টেনে ধরতে ব্যর্থ হয়, তবে ছাত্রলীগই তাদের পতন ডেকে আনবে। তাই জনগণের কাছে দেয়া ওয়াদা পূরণের জন্য ছাত্রনেতা সানী হত্যাকারী ঘাতকদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন।

এদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সভাপতি ও সাধারণ সম্পাদক এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে হতাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানান। অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি সাদাকাত হোসেন খান বাবুল ও সাধারণ সম্পাদক মোস্তফা আলমগীর রত। বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে হতাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানান। জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ এর সভাপতি আবুল বাশার ও সাধারণ সম্পাদক শফিউদ্দিন আহমেদ, জাতীয় কৃষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ফজলে হোসেন বাদশা এমপি ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ। বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইসহাক শরীফ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, বাংলাদেশ নারী মুক্তি সংসদের আহ্বায়িকা হাজেরা সুলতানা এবং যুগ্ম আহ্বায়িকা সালেহা সুলতানা প্রমুখ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.