আমাদের কথা খুঁজে নিন

   

নির্লিপ্ত চোখে চেয়ে থাকা



কিইবা আসে যায় সাল গুনে দিন মাস বছর!!! সেইতো, যেমন ছিলাম তেমনি আছি রব! তবে কেন এত মাতামাতি? দুপেয়ে জীবগুলো মানুষ হবে বলে এত আয়োজন! অথচ তারা নিজেরে ভুলে মনে রাখে আর সব কিছু! দরিদ্রের দারিদ্রতার পূজিতে মেলে নোবেল, নাইট উপাধী!!! তবে কে চায় এর বিমোচন? সবই বাহারী আয়োজন আপনা স্বার্থের পরিপূরণ ব্যাস! খ্রীস্টপূর্ব আর খ্রীষ্টাব্দ... ২০০৯ আর ১০..... সূর্য উঠে সূর্য ডোবে ক্লান্তিহীন জীবনের ঘানি বাধ্যতামূলক কোন বিকল্প নেই তাই টেনে চলে এ দেহ। শুধু নির্লিপ্ত চোখে চেয়ে থাকা বিবর্তনের রুপ বদলে... কেবলই পার করা সময়; মানুষের মানুষ না হবার না হতে পারার সময় অতিক্রমন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।