(১)
আমি নির্লিপ্ত
জাগ্রত তবু সুপ্ত।
বেড়াই ভেসে সাগর জলে।
অন্ধকার ভালবাসি
চন্দ্রিমা নয় কালো নিশী।
ডুবি গভীর সাগর তলে।
বাইরে আমার আলো
হৃদয় মাঝে কালো
ভেসেই ডুবি মায়ার ছলে।
(২)
সহসা ফেরে, তোমাকে ঘিরে
শীতের পাখি।
বৃন্দাবনে, সন্ধিখনে
বাহারি তোমার আঁখি।
ওঠে হেসে, এলো কেশে
কাশবনের ছবি।
বাতায়নে, ক্ষণেক্ষণে
উঁকি মারে কবি।
জ্যোৎস্না রাতে, লক্ষ্মী হাতে
মায়াবি আলো।
আনমনে, শিহরণে
বেসে যাও ভালো
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।