আমাদের কথা খুঁজে নিন

   

নির্লিপ্ত

থাকে শুধু অন্ধকার, দুর্গম পারাবার, মৃত্যুর প্রেম... শুনেছি মন না থাকলে মানুষ হয় না। যার সুখ নাই তার কি মন থাকে? যার দুঃখও নাই তার কি মন থাকে? অনেক হাতড়েও মনের মধ্যে সুখ পেলাম না, সুখী হাসিটাকে টেনে বিস্তৃত করে আবার খুঁজলাম- নাহ কিচ্ছু নাই।। অন্তত একটু কষ্ট দরকার, কুয়াশায় আকাশ ঢেকে গেলে করবার মত যদি কিছু না পাই- সে দিন গুলোতে মন খারাপ করার জন্যে হলেও একটু কষ্ট দরকার। নাহলে আমার মন থাকবে না, নাহলে আমার মনে থাকবে না; কত বৃষ্টি, কত রোদ গেল- আমার জন্যে সুখ আনল না, একটুখানি কষ্টও দিল না।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।