আমাদের কথা খুঁজে নিন

   

প্রিমিয়ার "শো" নয় এখন শুধু হবে "স্যু", আদম আসছে সন্দেহে "থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার" এর শিল্পীদের ভিসা হয়নি ,ভেস্তে গেল তথাকথিত প্রিমিয়ার শো ও বৈঠক

পরে বলবো

লজ্জিত, হতভম্ব ও কান্নায় ভেঙ্গে পড়া শিল্পীবৃন্দ ভাবছে,‘সিডনী কি তাহলে চিরকালই সাংস্কৃতিক গোলাম ও পেশাজীবি পরিবহন শ্রমিকদের নিয়ন্ত্রনেই থাকবে? কিসের কলামিষ্ট, কিসের টিভি পরিচালক, বা¯তবে এদের প্রায় সকলেই কি তাহলে পেশাজীবি পরিবহন শ্রমিক?’ ‘এন্টারটেইনমেন্ট ভিসা’ নয় অষ্ট্রেলিয়াতে টুরিষ্ট ভিসা নিয়ে ওরা ‘প্রিমিয়ার শো’ করার জন্যে যেতে চেয়েছিল বলে গোপন সুত্রে জানা গেছে। আর তাই ভিসার আবেদন পত্রগুলো বাতিল হওয়ার পর প্রস্তাবিত চারজন শিল্পী ও পরিচালক ‘মাথা হেট’ করে হাইকমিশনের আঙ্গিনায় হতভম্ভ হয়ে দাঁড়িয়ে আছেন। পরিচালক মোস্তফা সারওয়ার ফারুকী লজ্জায় জিব কাটছেন আর মনে মনে বলছেন সাংস্কৃতিক গোলামের ডাকে কেন অষ্ট্রেলিয়াতে যাওয়ার নাম মুখে আনলাম? এখন এ লজ্জা রাখি কোথায়? তাহলে আগামীতে ‘গোলামের আদম রোগ’ অথবা ‘সোনার বাংলার সোনা,কর্মহীন রাষ্ট্রদুত’ নামে একটি টেলিফিল্ম করে তার প্রিমিয়ার শো সিডনীতে করলে ক্যামন হয়?!? ভাবছে ফারুকী, কাঁদছে তিশা। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা দোষী সাব্যস্থ আসামীর মত জাতীয়মানের চারজন শিল্পীর করুনাবস্থা দেখে দেশী-প্রবাসী সকলেই এখন সমব্যথিত। ষাট ডলারের টিকিট এখন মাত্র কুড়ি !‘তবুও রাষ্ট্রদুত যাবেন , তিনি না গেলে ফিতার বুকে কাঁচি চালাইবেন কে!’ ‘কাম’ না থাকলে যা হয় আর কি। যে দেশ যেমন সে দেশের রাষ্ট্রদুতের ‘ইজ্জত’ এর ওজনও তেমন। অনেকে আশঙ্কা করছেন আগামীতে সিডনীতে কোন পরিবহন শ্রমিকের শালগীরা অথবা বাচ্চার ‘খতনা’ অনুষ্ঠানে না জানি রাষ্ট্রদুত সপরিবারে গিয়ে কখোন হাজির হয়ে যান।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.