আমাদের কথা খুঁজে নিন

   

নৈতিকতার প্রশ্নে অন্তত: আমাদের আপোষহীন হওয়া উচিত

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাইকেল থর্পের কথা মনে আছে নিশ্চয় সবার। পৃথিবীর ইতিহাসের সবচাইতে সেরা সাতারূ। চীনের অলিম্পকের সবচাইতে আলোচিত এথেলেট। কিন্তু ভিলেন বলে গেলেন সামান্য একটা কারনে। আমেরিকার সুইমিং এসোসিয়েন তাকে বয়কট করল।

কারন অতি সামান্য, মুখে কল্কি (গাজার) নিয়ে পোজ দিয়েছিলেন। যদিও সেবন করেননি কখনো। আমেরিকার সবচাইতে বিত্তবান আর স্পোর্টস আইডল বলা হয়, টাইগার উডকে। গলফে দুনিয়ার এক নাম্বার এই ভদ্রলোক বৌ বাদ দিয়ে অন্য একটি মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক থাকাতে সর্বস্ব খুইয়ে বসেছেন। খেলা বোধহয় ছেড়ে দিয়েছেন।

কোটি কোটি ডলারের স্পন্সরশীপের সবগুলোই হারিয়েছেন। পশ্চিমা বিশ্বে নৈতিকতার প্রশ্নে সরকার কিংবা জনগন কোন আপোষ করতে রাজী নয় যেখানে সে জায়গার অনৈতিক জীবনে যাপনে অনেকটা অভ্যস্ত আমাদের আরো সতর্ক থাকা উচিত আমরা যেন কোন অনৈতিক আচরনকে উতসাহিত না করি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.