আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেটে কোচের কোনো দরকারই নেই:

সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,

মাঠে বল হাতে আর বাইরে কথায়-কাজে ঝড় তোলায় শোয়েব আখতারের জুড়ি মেলা ভার। 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' এবার ঝড় তুলেছেন পাকিস্তানের এক বেসরকারি টিভি চ্যানেলের টক-শোতে, বলেছেন, ক্রিকেটে খামকাই কোচ রাখা হয়, আধুনিক ক্রিকেটে কোচের খুব বড় করে বলার মতো কোনো কাজই নেই! শুধু আধুনিক ক্রিকেট কেন, অতীতেও যে দলের সাফল্যে কোচের কোনো ভূমিকা ছিল না শোয়েব তা-ও বুঝিয়ে দিয়েছেন ক্লাইভ লয়েডের সেই ক্রিকেট-বিশ্ব শাসন করা ওয়েস্ট ইন্ডিজ দলের দৃষ্টান্ত তুলে ধরে, 'অতীতে একসময় কোচের ধারণাটাই ছিল না। ওয়েস্ট ইন্ডিজতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল স্রেফ তাদের পেস আক্রমনের জোরে। ' তা তাকে সঙ্গে নিয়ে ক্রিকেটবিশ্ব শাসন না করলেও বেশ কিছু স্মরণীয় ম্যাচ জিতেছে পাকিস্তান। কিন্তু শোয়েব বলেছেন ক্রিকেটার হিসেবে তার বেড়ে ওঠা, আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য বয়ে আনার পেছনে কোনো কোচেরই কোনো কৃতিত্ব নেই,'আমি আমার ক্যারিয়ারের কোনো পর্যায়ে কোনো কোচের কাছ থেকেই যে কিছু শিখিনি, তাদের দ্বারা কোনোভাবেই যে উপকৃত হইনি এ কথা হলফ করে বলতে পারি।

' তারপরের কথাটা হজম করা পৃথিবীর সব ক্রিকেটকোচের জন্যই অসম্ভব, শোয়েবের ভাষায়,'কোচদের কাঁড়ি কাঁড়ি টাকা দেয়া হয় অথচ বিনিময়ে তারা বলতে গেলে কিছুই করেন না। দলের সাফল্য নির্ভর করে ক্রিকেটাররা মাঠে কেমন খেলে তার ওপর আর সেখানে কিন্তু কোচ খুব বেশি কিছু করতে পারেন না। ' শোয়েব আখতারের এই কথার বাউন্সারে হয়তো সবার আগে কুপোকাত হবেন পাকিস্তানেরই তিন সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনুস, ইন্তিখাব আলম এবং আকিব জাভেদ। অস্ট্রেলিয়া সফররত পাকিস্তান দলের বোলিং ও ফিল্ডিং কোচের দায়িত্বে রয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফাস্টবোলার ওয়াকার। পাকিস্তানের সাবেক অধিনায়ক ইন্তিখাব প্রধান কোচ আর সাবেক ফাস্টবোলার আকিব পেয়েছেন সহকারী কোচের দায়িত্ব।

শোয়েব বলছেন, কোচদের ক্রিকেটে কোনো প্রয়োজনই নেই। তাহলে ওয়াকার, ইন্তিখাব আর আকিব ---- এক দলে তিন কোচ রেখে কত টাকা জলে ফেলছে পাকিস্তান? ক্রিকেটে কোচের কোনো দরকারই নেই: শোয়েব আখতার পিটিআই অবলম্বনে Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।