আমাদের কথা খুঁজে নিন

   

নিঃশ্বাস



উচ্চ শ্বাস-প্রশ্বাস, আজ তুই অক্সিজেন চাস! কেটে ফেলেছিস গাছ। এখন কী খেতে চাস? নিঃশ্বাসের তাড়নায় অনুরোধ করে বলিস তুই কারে করুন কন্ঠস্বরে? দাও না ভাই আমায় একটু বাতাস। বিশুদ্ধ নিঃশ্বাস, অন্তরের প্রশান্তি চাস! প্রজাপতির কারণে সব ধ্বংস করে ভবিষ্যতের দিকে লক্ষ্য না রেখে, এখন তুই সেই নিঃশ্বাস চাস। খাদ্য দিতে পারি না, আছে তা ভরি ভরি! যা কিনে আন দেখি একটু মুক্ত বাতাস। ক্ষমতার জোর কত দেখিয়ে দে তুই আজ। মূর্খ তোরা সব মূর্খই রয়ে গেলি; কার ক্ষমতায় তোরা এতদিন বাহাদূর ছিলি? জমানো প্রজাপতিগুলো মুক্ত করে দে- দেখ দেখি, উড়তে পারে নাকি বিষাক্ত এই বাতাসে! কিনতে পারে যদি একটুও নিঃশ্বাস দেবে তোকে পুরোটাই বেচেঁ থাকিব আরও যতদিন চাস। হায়! হায়! তুই গেলি কোথায়? চোখ দুটো মেলে দেখ, প্রজাপতি তোর ডানা মেলেছে নিয়ে আসছে নিঃশ্বাস তোর তড়ে। বেচে থাক আর কয়েকটা সেকেন্ড নিঃশ্বাস পাবি অন্তর ভরে। কী হল তুইও চলে গেলি মরে! হ্যা সবাইকেই যেতে হবে, এই সিঃশ্বাস হারিয়ে রে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।