আমাদের কথা খুঁজে নিন

   

নিঃশ্বাস এবং মৃত্যু .......

কবিতা নিঃশ্বাস- রাত্রির ঠোঁট চুষে দূষিত সোনালী নিলো শরীর। তরলিত বিষ প্রশস্তির আদিম স্রোতে কেমন মিশেছে? কি প্রদাহ? অসহ্য প্রদাহ ক্ষতে শরীর কাঁপছে জ্বরে। হা হা হা.. ভালোলাগা এই দিলো? 'সহসা ঘুম ক্লান্তির, নেশার, অবেলার ভেঙে গেলো- ভস্মীভূত প্রাণ শিহরণে নাড়া দিল স্তব্ধতার ভীতে... যেন অন্তর্গত আর্তনাদ- তীব্র ফিসার–ব্যথাতে কাতর রোগীর নিথর অধরে গাঢ় চুমু খেলো। মুখ- মণ্ডলে রোমের অগ্ন্যুৎসব- নীরোর বাঁশির করুণ সুর কি করে থামাবে এ উন্মত্ত দহন? জ্বলন্ত সত্যের মতো ঝড়তে থাকে রাত্রির শিশির; ক্ষুধা, মোহ ,কাম, ক্রোধ- এই চারে মনুষ্য জীবন আবর্তিত হয়। সেথা কি করে পাব নিশ্চিন্ত-নীড়? যেথা নৈশব্দের অনুচ্চারে হবে না কোন মরণ। (ছন্দ- অক্ষরবৃত্ত মহাপয়ার, প্রতি পঙক্তিতে আঠার মাত্রা ; সনেট জাতীয় কবিতা; চৌদ্দ লাইন, অন্ত্যমিলের ক্রম- ABBAABBACDCDCD )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।