আমাদের কথা খুঁজে নিন

   

বিলম্বিত শুভ জন্মদিন ক্ষুদিরাম......



গত ৩রা ডিসম্বর "ক্ষুদিরাম" নামের এক বাংগালির জন্মদিন ছিল। এবার মিডিয়াতে ক্ষুদিরামকে নিয়ে কোন প্রচারনা দেখলাম না....... সামুতেও কোনকিছু দেখেছি বলে মনে পড়লনা। ছোটেলোকেদের কথা ভাববার সময় কই আমাদের। চারিদিকে ধর্ম, আস্তেক/নাস্তেক, আমী/বিম্পি/পাল্লা, যৌন উস্কানি, সাকা, র‌্যাব-বিডিআর-বার্মী-ফুলিশ, গুলাম-নিজাম... এতকিছুর পর কি আর কোনকালে কোন ছোটলোক মরছিল তা মনে থাকে? লাল সালাম ক্ষুদিরাম কাজী নজরুল ইসলামের একটা কোবতে ..... ক্ষুদিরামের ফাঁসি কাজী নজরুল ইসলাম --------------------------------------- একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পরব ফাঁসি, দেখবে জগতবাসি। কলের বোমা তৈরি করে, দাড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো, বড় লাটকে মারতে গিয়ে মারলাম আরেক ইংলন্ডবাসী। শনিবার বেলা দশটার পরে জজকোর্টেতে লোক ধরেনা মাগো, হল অভিরামের দ্বীপচালান মা ক্ষুদিরামের ফাঁসি। বার লক্ষ তেত্রিশ কোটি রইলা মা তোর বেটাবেটি মাগো, ওদের নিয়ে ঘর করিস মা বৌদের করিস দাসী। দশ মাস দশ দিন পরর, জন্ম নিব মাসীর ঘরে মাগো, ওমা, তখন যদি না চিনতে পারিস, দেখবি গলায় ফাঁসি। কারো যদি সময় থাকে, নিচের লিংকটা একবার ঘুরে আসতে পারেন: http://en.wikipedia.org/wiki/Khudiram_Bose

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.