সৈনিক হাতে নিয়ে উর্দ্ধমূখী তীর দীর্ঘ সফর পথ বন্ধুর সমুখে মরিচিকা ঝিলমিল আশাহত মন উথাল পাথাল। দীর্ঘ ছায়াপথে নিকষ আঁধার কালো পৃথীবির আবর্তনে গতিপথ বাধা পেলো। থমকে দাঁড়িয়ে সময়, উল্কাপিন্ড ছুটে অনাকাংখিত ক্ষত পৃথীবির বুকে। ধ্যানে বসা সাধুগণ ঈশ্বরে অর্পণ জপিতেছে মালা নিস্তব্দ শান্ত বদন। ‘কর ধৈর্য্যধারণ’ যেন দৈব উচ্চারণ স্বর্গীয় বাণী চমকে হইল স্মরণ। দেখা দিল দূত ধরিত্রী পরে গগণ ললাট থেকে রাজটীকা নিয়ে হাতে অর্পিল উত্তর পুরুষে। হ্যালির ধূমকেতু দীর্ঘ বরষ পরে হাসিমাখা রবি, অরুনিমা,পুর্ণিমা চাঁদ সকলে সম্ভাষিল সাধু সাধু রবে উজ্জীবিত সৈনিক নব উদ্দমে প্রসারিল হাত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।