আমাদের কথা খুঁজে নিন

   

বলেছিল যাই



বলেছিল যাই ডুকরে ওঠেছিল আত্মা, শরীরে ঘাম দিয়ে কেঁপেছিল মেরুদণ্ড জীবনে শুধু জড়িয়ে গেছি ছাড়তে পারিনি কিছু তাই । বলছিল যাই ভেবেছিলাম ঘুমের বড়ি খাব ঢের লাফিয়ে পড়ব চেরাগী পাহাড় থেকে সে ছাড়া জীবনের কোনো মানে নাই। বলেছিল যাই মুহুর্তে গ্রাস করেছিল পরাবাস্তব আঁধার তার চুল আর ঘ্রাণ উড়েছিল পরা পৃথিবীর বাতাসে যেন হারিয়েছিলাম আলোর রোশনাই বলেছিল যাই ভেবেছিলাম এবার নির্ঘাত রিভলবার ঠেকাবো কপালে সে চলে গেছে আমার কিছু হয় নাই। বসে বসে কবিতা লিখি তাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.