আমাদের কথা খুঁজে নিন

   

কেউ বলেছিল আসবে



কিছু ভালবাসার জন্য আমি সারাটা জীবন উদগ্রীব ছিলাম কিছু অবচেতন মনের পাগলামির জন্য প্রতীক্ষায় ছিলাম বছরের পর বছর আর কিছু হাসিমাখা মুখ দেখে আমি খুন হতে চেয়েছিলাম ক্ষণজন্মা ভোরের শিশিরের মতোই ক্ষণস্থায়ী হয়ে। কারো এই পথ ধরে আসার কথায় আমি অন্তিম সূর্যে ছটফট করে বিষিয়ে তুলতাম বন ও প্রাচীর কেউ একজন বিশেষ কথা বলবে বলে অপেক্ষায় রেখেছিলো হঠাৎ একদিন চমকে দিবে বলে ! বিশ্বাস করো অপেক্ষায় ছিলাম বটবৃক্ষের মতোই নিশ্চল ছিলাম কখনো বা আমি হন্তদন্ত হন্যে হয়ে এপাশ ওপাশ ফিরে তাকাতাম এই বুঝি তুমি এলে ! এরপর যতটা সময় গেছে তাতে অবাক হইনি একটুও এই শুভ্র কালো চুলই যেন নিয়তি আমার এমনি করে বদলে গেছে সব আমি তোমাকে সরব কণ্ঠে খুঁজেছি পথ ভ্রান্ত মানুষের মতো তুমিই ক্যাবল থেকেছো নিরব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.