আমাদের কথা খুঁজে নিন

   

সে বলেছিল আসবে

আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে

কে এসেছিল প্রত্যুষে আজ আমার ঘরে জানালার পর্দাগুলো কাপে এখনও নিঃশ্বব্দে যা কিছু গুছানো তা সব এলোমেলো আঁকাবাঁকা পর্দার ওপারে তার ছায়া নাকি অপচ্ছায়া! সুর্য ওঠেনা তবুও আলো ছড়ায় ঘরের ভেতরে কিঙ্চিৎ ভাসে তার রেখা ছায়াগুলো হারায় নাকি গিলে খায় কেউ সে আছে কি এখনও নাকি পালিয়েছে! শব্দগুলোয় হিংস্র নখের আঁচড় কাটা বুকের দাগ কেন হৃদয়েও দেখা যায় ললাটে কার দংশন নাকি চুম্বনের দাগ তার কি আজ প্রত্যুষেই আসার কথা! ছেড়া কাগজের পাশে শুকনো কলম কঙ্কাল শব্দ বিদ্বেষী শুষে নিয়ে গেছে সব আমার অসাড় পঞ্চ ইন্দ্রিয়ে শুধু ষষ্ঠ জাগ্রত সে বলেছিল আসবে বোধহয় এসেছিল! __________________________ _________বাকী অরিন্দম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.