আমাদের কথা খুঁজে নিন

   

চোরকাঁটার ব্লগভীতি



আজকাল ব্লগে খুব- ভয়ে ভয়ে থাকি ছড়া-কবিতার ছবি, সাবধানে আঁকি; কখন যে হয়ে যায়, বড় বড় পাপ, তেনারাই ব্লগ বস্‌ আর মা ই বাপ! মডা-রেশন নামে, আছে এক কাঁচি, কী নিয়ে যে দেই পোস্ট, কেমনে যে বাঁচি ছাগুদের প্রতি তারা বড় দয়াবান, জ্যামিতিক আকারকে ভাবে ব্লগ প্রাণ রঙ, রস, কলা- সব আঠারোর নীচে, ব্লগ শুধু শিশুদের, অ্যাডাল্টরা মিছে ধর্মের নামে চলে বুজুরকি বোল, স্বচ্ছ কথার কেউ, পেটাবেনা ঢোল মানি; গালাগালি নয়- মোটেই শোভন, একই কথা- দুই ফল, মানেনাকো মন লঘু দোষে গুরু পাপ, ব্লগে আজকাল, কালই জয়েন করে, আজ দেয় ফাল?!! চোরকাঁটা ভয়ে কাঁপে, তবু লাগে জানা, ব্লগে কেন আজকাল এতো এতো মানা?! অভিযোগ যতো থাক, ব্যান কেনো বাড়ি? সামুকি চায় তবে, দেই সবে আড়ি?!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।