শুনিতেছি ২ এ নাকি হবে আড্ডার হাট
চোরকাঁটা আটখানা আজ থেকে ফিটফাট
মনে মনে আঁটে শুধু, নানা নিউ ফন্দি
কিভাবে যাবে সে মিশে, রেখে নিক বন্দী
শুরুতেই চাচামিয়া, দিবো চাঁটি টাকেতে
রাতুদারে পাই ভয় বড় তেজ নাকেতে
ইয়াং হিরু মিল্টন, দিমু নাকি খোঁচারে?
ভেবে ভেবে দেখি খুঁজে কার নাক বোঁচারে
মুহিব তো আলাভোলা ইশমার্ট পোলারে
কালু দাদা দিলদার হার্ট সদা খোলারে
নীল নীল ভমরায় করেনাকো গুঞ্জন
কানা কাকে পোলা ভালো, পকেট টা ঠনঠন
আরিয়ানা বৈদেশী তারে বড় ভালা পাই
ভক্তের এতো ভীড়ে, মে ভী এক চান্স চাই
শান্তির দেবদূত - শুনি; ভাবী সদা পাহারায়
আসবে কি কেউ আরো? সুইট সুইট চেহারায়
অতি প্রিয় শ্রাবণরে বুঝি মিস করিলাম
চিনেনাতো তিনি মোরে, দেয়নাতো কেউ দাম
শামীমটা ছোটখাটো বড় ভালো নেতারে
গ্রামে থাকা বাউলের দেখি কতো ক্যাতারে
যাই হোক আশাকরি, দেখা হবে আড্ডায়
ধরা খেলে পিঠে কিল, খাবি খাবো গাড্ডায়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।