কি লিখিব কি লিখিব, ভাবে চোরকাঁটা-
ব্লগ আজকাল লাগে কাঁঠালের আঁঠা।
কেউ কেউ আঁঠা সেটে লাগে বাঁধ পিছু,
ভাবখানা দিলো মেরে ভারতের কিছু
মাইকেল, মাইকেল- চোখ ছলো ছলো,
চোথা মারা পোস্ট ফ্লাডে কালো হয় ধলো!
আমি, তুমি, তুই- ধাঁচে কবিতাও নামে
কবিতার চেহারায়; ববিতার কামে
ইদানীং নারী নিক -বেশি লেখা লেখি
দলে ভারী লুলরাই! কলিকাল দেখি
কচি কচি লুল সব, আপু আপু বোল্ এ
ইয়াহু, এম এস এন- চ্যাটে ঝড় তোলে।
লুটিশ, আফা, দুলাভাই- রেসিডেন্ট কই?
নতুনের জোয়ারেতে, হারালো কি- থই?!
সামু ব্লগে দেখিনা তো চেনা মুখ কতো
দিন নেই, রাত নেই, হতো কথা শত
চোরকাঁটা তবু ভাবে, ব্লগই মোর প্রাণ
শত ব্যাথা- তাও গাই, বদলের গান
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।