আমাদের কথা খুঁজে নিন

   

চোরকাঁটার কোবতে পাঠ



কোবতে পড়তে বসে, খুঁজে ফিরি ছ্ন্দ; শব্দের জটলায়, মনে জাগে দ্বন্দ। ছন্নের কবিতায় 'তুমিয়ামি' একাকার, প্রকৃতিও প্রেমে পড়ে কবিতায় তনুজার সুন্দর সমরের কবিতাটা তেল তেল নম্রতা হতাশায় সকলি গরল ভেল! সাজি'পার কবিতায় ছবি ছবি গন্ধ বুঝিনা 'আন্দালিব', কপালটা মন্দ ছন্দের জাদুকর দাদা মোর কালু প্রতি-বরু যাই লিখে আমি পাই ভালু। অদৃশ্যের শুরু- শেষ বোঝা ভার আবজাব লিখে, লীনা দিলরুবা পার শাফ্‌ক্বাত নিজ নামে মেয়ের লেখা ছাড়ে ছন্দের আঁতালমি?! আইরিনই পারে চোরকাঁটা আঁতকায়- হায় হায় একি!! ছেলেদের লেখা কই? খালি মেয়ে দেখি! তবে ভাই আমিও কি লুল গ্রুপ করি!? ছেলে লেখা বাদ দিয়ে মেয়েদের ই পড়ি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।