আমাদের কথা খুঁজে নিন

   

চোরকাঁটার একপেশে কোবতে



উৎসর্গঃ তাবৎ বিবাহিত শপিংগামী পুরুষকুল এক হাতেতে চুড়ি তোমার, অন্য হাতে ঝাটা মানে মানে পড়ছি কেটে, অন্য দিকে হাটা! এক আঙুলে আংটি তোমার, তর্জনীটা সিধা; ভুলেই গেলাম কি চেয়েছি, মিটেই গেলো খিদা। এক গালেতে রুজ টুক টুক, অন্য গালে ব্রণ, থাই ডিনারের শখ নেই আর, চাইনা আমি প্রণ!! এক কানেতে দুল ঝুল ঝুল, অন্য কানে তুলো, যতোই চেঁচাই ষাড়ের মতো, মন যে তোমার ভুলো! এক চোখেতে কাজল কালো, অন্য চোখে জ্বালা, সব নারীকেই বোন মেনেছি, অল্প কিছু খালা! এক মুঠোতে গোলাপ তোমার, অন্য মুঠোয় শপিং ঈদের বাজার বড্ড চড়া, নো মোর আই ক্যান কপিং! এক বাহুতে ফিনফিনে রূপ, অন্য বাহু খোলা, ভুলেই গেছি পাশে তুমি; আমি যে মন ভোলা। এক কানেতে পড়লো যে টান, অন্য কানে বাণী, স্যরি স্যরি, এ ভুল নয় আর, সবাই যে মোর নানী!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।