আমাদের কথা খুঁজে নিন

   

চোরকাঁটার লুল কাব্য



বলো দেখি 'লুল' মানে, কে কে জানে? জনো নাকি?! সবে (সবাই ) লুল; জান , মান ও প্রাণে হতবাক?! বেশ তবে, শোনো দিয়ে মন, কিভাবে হলো এ শুরু, লুলীয় জীবন ব্লগেতে ঢুকেই দেই নাম পরিচয় পুরুষ না নারী আমি কিলিয়ার হয় ধীরে ধীরে লেখালেখি বাড়ে আনাগোনা বিপরীত লিঙ্গেতে জমে আলুচোনা আমি বলি এতে কোন দোষ নেই দাদা সেইম গ্রুপে এট্র্যাক্ড? ঐগুলি গাধা দুখিরাতো খোঁজে কোন দুঁখিনীর পোস্ট পরীরা জমায় ভিড়, দুখি হলে হোস্ট ছেলেদের কষ্টকে ভালো কে বোঝে? আহা উহু, ইশ ইশ, কমেন্ট যে খোঁজে নারীদের সান্তনা কে পারে ভালো? তারা ছাড়া আমাদের ব্লগাকাশ কালো বুকে হাত দিয়ে বলো, ব্লগুগন দেখি; না থাকিলে অপজিট, হতো লেখালেখি? দিতে হবে ব্লগে আজ লুলদের দাম অবিরত লড়ে যারা, পায়ে ফেলে ঘাম শ্লোগান টা চলো ধরি সবে (সবাই) এক সাথে 'লুলিয় জীবন জিয়ো' হাত রেখে হাতে যা ই বলো; আমি করি একটাই মিস ইমোকন সবি আছে, নাই শুধু কিস


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।