(জনৈক ব্লগারের ৫০ তম পোস্ট পূর্তি উপলক্ষ্যে রচিত )
হে ব্লগধ্বজ
যেদিন থেকে ব্লগ ধ্বজানো করলে গুরু শুরু ;
মনটা কেবল উদাস উদাস, আৎকা উরু উরু।
মাইনাসে আর পিলাস মিলে বেড়াছেড়াই লাগে,
আসেন আপা, ভাইডি দেখেন, শুরু আগে ভাগে।
অবেশেষে ছাড়লে গুরু সেঞ্চুরী হাফ্ মাল;
উঠছি অহন জাতে আমি, হুদাই মারে ফাল।
হে ব্লগপ্রেমী
আহা, উহু, গুরু আমার, প্রেমপিয়াসী বটে
হাছা মিছা সবই বুঝি, নেপথ্যে যা ঘটে
ব্যস্ত বড় গুরু আমার, সুন্দরীদের লেখায়
নাচ না জেনে নিন্দুকেরা, উঠান বাঁকাই দেখায়
আইডি দেখেই বুঝে গুরু, কাব্যি কতো পেটে
রসের খোঁজে আমরা কেবল, বৃথাই মরি ঘেটে
হে ব্লগবিবেক
তক্কে থাকে গুরু আমার, ফাঁক ফোকড়ের আশায়,
আস্লে ইস্যু, জাগে বিবেক, রোদনে বুক ভাসায়।
রাজনীতি বা ধর্মনীতি, ধুয়া যেটাই উঠে;
পোস্টে গুরুর আবেগ ঝরে, ফুলকি কথার ফুটে।
আমরা গুরু মুরিদ তোমার, তুমিই মোদের আশা
তেল্লে তোমায়, মোক্ষ পাবো শুনছি ভাসা ভাসা।
পরিশিষ্ঠ
মনে মনে উঠছো ক্ষেপে, পড়ছো যারা ছড়া;
"তবে কি এই লোকটা আমি?" বুঝে গেলেই ধরা
চোরকাঁটা ব্লগ পড়লো আজি, সেঞ্চুরি তার হাফ্
খোঁচা খুঁচি যাকেই করি নাহয় কোর মাফ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।