চারদিকে হৈচৈ, দেখো দেখো গ্রহণ;
শ'বছরে নেই আর- আনচান মন।
উৎসব উৎসব- ফুর্তি ও জমে;
কালো কালো সানগ্লাস - একদম কমে।
লোটা কম্বল হাতে ছুটে গড় মুখী;
পেটে ভাতে, তবু; আজ- বাঙালীরা সুখী।
চামে চামে অতিথিরা চিড়া মুড়ি সাটে
জুটি করে কিসাকিসি, আঁধারের মাঠে
ক্লিক ক্লিক তোলে ছবি, কেউ সাজে কবি
ব্লগেতে পোস্টও পড়ে; সাথে জুশ ছবি
গোলমাল, আলোচনা হৈ হুল্লোড়ে;
গ্রহণ ফুরিয়ে যায়; যায় ছায়া সরে।
চোরকাঁটা দেখে রাজনীতির আকাশে
কালো থাবা নেতাদের, করাল গ্রাসে।
বছর পেরিয়ে যায়, যুগ সেও গেলো
জনগণ ছায়া থেকে, মুক্তি কি পেল?!
শতাব্দী গেলে তবে, রৌদ্দুর হবে?!
গ্রহণের রাজনীতি শেষ হবে কবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।