আমাদের কথা খুঁজে নিন

   

চোরকাঁটার শপথনামা



শপথের হুজুগেতে মাতে আলুবাসী, কথা দিয়া না রাখিতে মোরা ভালোবাসি লেখকে শপথ "আর নয় ছাঁই পাশ"- আঁতেলিয় লেখালেখি জনগণ বাঁশ' নেতায়- 'খাবোনা আর ত্রাণ টিন চুরি'; পাবলিকে দিবে ভরে, মোর খালি ঝুড়ি শিক্ষকে 'কোচিং এর নামে নয় পেশা', নোট, সাজেশনে টাকা; কামানোই নেশা ডাক্তার- ' চালাবোনা ভিজিটের ছুরি', ডায়াগনোসিস ফাঁদে টাকা করে চুরি। পুলিশে ফুলিশ সাজে 'সেবি জনগণ' টুপাইস কামিয়ে যায়, দিয়া প্রাণ মন টেরর ইমনে নেয় বুক ফুলে শপথ ক্ষুর চাকু বাদ দিয়ে বুলেটের পথ প্রেমিকে শপথ করে 'ভুলিবোনা তোরে' রাতভর ইশা, তৃষা, সাধু সাজে ভোরে সামুর মডুতে নাহি নেয় কোন শপথ ডান্ডার ঠান্ডাই - একটাই পথ শপথের ডামাডোলে চোরকাঁটা ভাবে পাবলিকে লব আর ডঙ্কাটা পাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।