অবশেষে ব্রাজিল/আর্জেন্টিনা ভক্তদের পোস্টের ধাক্কা কিঞ্চিৎ কম বলিয়া মনে হইতেছে। এই দুই প্রজাতির দাপটে আমরা বড়ই বিব্রত ও কোনঠাসা হইয়া দম লইবার জন্য হাঁসফাঁস করিতেছিলাম।
আহা, মুক্ত হাওয়ায় ব্লগিং এ বিমল আনন্দ আর সাথে যদি স্পেনিশ বুলফাইটের মতো দৃশ্য রোজকার খেলায় দেখিতে পাই। আর কি লাগে?!
সকলের জন্য একটি সান্তনা কোবতে
কেউ বলে দুঙ্গার বুলি সব ফাঁকা;
একি খেলা খেল্লিরে ওরে মোর কাকা
গ্যালারি তো নয় যেন ইয়ে ভরা ঝিল
কাল থেকে সব ফাঁকা নাই ঝিলমিল
ইংলিশে শুধু শুনি রুনি রুনি রুনি,
তার চেয়ে খেলে ভালো ওপাড়ার টুনি
রোগা ভোগা বুড়ো ধারি ফ্রেন্চ যায় উড়ে;
বিপ্লবে বলিয়ান কাপ থাকে দূরে
নাইজেরিয়াকে শুনি প্রেসিডেন্ট ব্যান
দুবছর সব ক্লোজ, শেষ লেনদেন
কালালোক ঘানাকেও রেখো ভাই মনে
হাতে খেলে উরুগুয়ে ধরিনাকো গণে
শেষ তিনে কাড়াকাড়ি হয়নিকো হায়
ম্যারাডোনা নাঙ্গা হলো, হায় মেচি বাই
আকাশের পতাকারা জ্বলে দাউ দাউ,
ফিফা নাকি শেষ আর বাকি খেলা ফাউ
তবে
চোরকাঁটা বলে ভাই শোন মন দিয়া
ভিয়া ভিয়া স্পেন যুগ যুগ জিয়া
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।