আমাদের কথা খুঁজে নিন

   

ঔপনিবেশিক ঢাকা ক্লাব ও ফরহাদ মজহারের লুঙ্গি বিতর্কে বিলম্ব মন্তব্য

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com

প্রথমে মূল রচনাটা পড়ুন এখানে: http://arts.bdnews24.com/?p=2493 অতঃপর আমার প্রতিক্রিয়া: ফরহাদ মজহার জানতেন ঢাকা ক্লাবে লুঙ্গি/ধুতি পরে ঢুকা যায় না, কিন্তু নিমন্ত্রণদাতাদের আশ্বাসে এবং তাদের মন রক্ষা করতে তিনি সেখানে গেলেন। কিন্তু প্রবেশে বাধা দিয়ে, অশালীন আচরণে তার মানহানি করতে শুরু করলো ক্লাবের কর্মচারী-কর্মসাহেবরা। ফরহাদ মজহার চাইলে হুমায়ূনি হাসি দিয়ে চলে আসতে পারতেন কিন্তু তিনি অন্য ধাতুতে গড়া। যেখানে বাধা সেখানে প্রতিবাদ। ফরহাদ মজহার এক-আধটা বিষয় নিয়ে ব্যস্ত থাকেন না একই সময়ে তিনি একাধিক বিষয় নিয়ে ব্যস্ত থাকেন।

তাই লুঙ্গি বিষয়ক বাধা যখন আসলো তখনই তিনি এ নিয়ে কলম তুললেন- এর আগে কেন নয় তার জবাব এটাই। ফ.ম. মুজিবীয় কোটের মত কোন পলিটিকাল ব্র্যান্ডিং-এর জন্য লুঙ্গি পরেন না, তথাপি লুঙ্গির সঙ্গে ধর্মান্ধতা বা মৌলবাদিতার কোন সম্পর্কও নেই- বরঞ্চ এটা খুবই নিকৃষ্ট প্রতিক্রিয়াশীল অভিযোগ। ফ.ম. কৃষি শিল্পের সঙ্গেও জড়িত। নিজেকে তিনি লুঙ্গি পরা কৃষক শ্রেণীর একজন মনে করেন বলেই জানি। ফরহাদ মজহার সেদিন যা করছেন ঠিক করছেন, বাড়াবাড়ির প্রশ্নই আসে না! ইচ্ছে করে ঘটনা ঘটান নাই, এমন কিছু হতে পারার পূ্র্বধারণা থাকতে পারে।

সুযোগ নিছেন এও বলা যায় - কারণ বিপ্লব করতে গেলে তাজা ক্ষেত্রও চাই! ঢাকা ক্লাবসহ অন্যান্য কথিত প্রগতিশীল ও মুক্তমনাদের আড্ডাখানায় পশ্চিমী খোলামেলা পোশাক পরে গেলে যেখানে কোন আপত্তি থাকে না সেখানে স্বদেশী লুঙ্গিতে আপত্তি থাকাটা চরম আপত্তিজনক। ঢাকা ক্লাবের এই আত্নস্বীকৃত গোলামি অচিরে বন্ধ করা দরকার নতুবা হয়তো দেখা যাবে বাঙালি ললনারা শাড়ি পরে একদিন এই সব ‘পস’ (Posh) ক্লাবে ঢুকতে পারছেন না!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.