আমাদের কথা খুঁজে নিন

   

ধ্বংসের খুব কাছে?

i`m what i`m. সত্য যখন মিথ্যার আশ্রয় নেয়, তখন সত্যাশ্রয়ী বলার উপায় থাকে না। সত্য বড় নির্মম। বড় কটূ হয়তো সবচেয়ে নৃশংসও বটে। কিন্তু তারপরও সত্য সবার কাছে বড় আকাঙ্খার। সব সময় চাক্ষুস থাকার।

মনে ধারন করার। কিন্তু এখানে যদি মিথ্যের প্রলেপ পড়ে তবে সত্য মিথ্যেয় রূপ নেয়। যেমন মাশরাফির হঠাত ইনজুরি রহস্য নিয়ে তার ফ্রেঞ্চাইজি ঢাকা গ্ল্যাডিয়েটর্স যে ধোঁয়াশা তৈরী হয়েছে তাতে বাংলাদেশের ক্রিকেট কি ধ্বংসের খুব কাছে চলে গেছে? প্রশ্নটা উঠতে পারে। উঠাটা ন্যায্যতও বটে। কারণ সবার সামনে একটা ছিনতাই ঘটনা ঘটলো তারপর ছিনতাইকারী ধরাও পড়লো অথচ পাশের যারা ঘটনা দেখেছেন তারা বললেন ছিনতাই হয়নি।

তাই ছিনতাইকারী ছাড়া পেয়ে গেলো। কিন্তু দশটা ছাগল ডাকতে ডাকতে একটা মিথ্যেকে যদি সত্যিতে রূপ দেয় তবে কি সত্যটা মিছে হয়ে যাবে? আর মিছেটা সত্য? যে দাপুটে মাশরাফি বিন মোর্ত্তজাকে আমি ব্যক্তিগতভাবে চিনি তিনি চিরচেনা ফোঁস করে উঠলেন। কিন্তু বিপিএল গভার্নিং কাউন্সিলের এক প্রভাবশালী কর্তা যিনি অর্ন্তবর্তীকালী বোর্ডের একজন পরিচালক, তার কড়া ধমকে মাশরাফি তার কথা গিললেন। ঢাকার মালিক সেলিম চৌধুরী তার আগে পর্যন্ত তার দলের অধিনায়ককে ডেকে কথা বলবেন কি না সে ব্যাপারে বেশ সংশয়ে ছিলেন। কারণ মাশরাফির কাছে জবাবদিহি চাওয়া আর সাজানো নাটকের খেলার আচ্ছাদনের আরো একদফা ন্যাংটো হয়ে যাওয়া নিয়ে শঙ্কাটা তার ব্যাপক ছিল।

কিন্তু ওই ফোনের পর তাকে মাশরাফিকে ডেকে নিতে তার সমস্যা হয়নি। কৈফিয়তও চেতেও গায়ে লাগেনি। মাশরাফি সত্যতে অটল থাকলেন। মিথ্যা বললেন না। তাতে আর যাই হোক বাংলাদেশের ক্রিকেটের অতল গহ্বরে যাওয়ার রাস্তায় যে আলোর দেখা মিলেছিল, সেটা আর থাকলো না।

কারণ মাশরাফি সেই ভেতরকার খবরগুলো আর আলোয় নিয়ে আসতে চাননি ওই ফোন কলের কারণে। এই যদি হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের মূল অবস্থা তবে বিপিএলের কান্ডে বাংলাদেশের ক্রিকেটে কি কি আগাছা ছেয়ে থাকবে চারদিকে তা নিয়ে চিন্তা করার সময় চলে এসেছে। গহ্বরের খুব কাছে দাঁড়িয়ে এদেশের ক্রিকেট প্রশাসন। খাদ থেকে টেনে তুলবার মত অবস্থা কারো নেই। ক্রিকেটটা রসাতলে এবং ক্রিকেটারদের নৈতিক অধ:পতনের রাস্তাটা বিপিএল যেভাবে উন্মুক্ত করে দিলো, তাতে আন্তর্জাতিক অঙ্গনে ম্যাচ পাতানোতে ছোটদের সংশ্লিষ্টতা এখন সময়ের ব্যাপার হয়ে যেতে পারে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.