আমাদের কথা খুঁজে নিন

   

পাওনা টাকা চাওয়ার অপরাধ



পাওনা টাকা চাওয়ায় পাওনাদার অসহায় এক শাক বিক্রেতা হিন্দু মহিলাকে শহরের বৌদ্ধ মন্দির এলাকা থেকে অপহরণ করে অমানুষিক শারীরিক নির্যাতন চালিয়ে অপরাধী সাজিয়ে উল্টো পুলিশকে ধরিয়ে দিয়েছে ক্ষমতাসীন দলের নেত্রী পরিচয়দানকারী বিতর্কিত এক মহিলা। শুধু পুলিশকে ধরিয়ে দিয়েই ক্ষান্ত হয়নি ওই মহিলা। সশরীরে মডেল থানায় হাজির হয়ে ডিউটি অফিসার ও অন্যান্য পুলিশ অফিসারের সামনে পুলিশ হেফাজতে থাকা আহত অসহায় বৃদ্ধা শেফালী নাথকে (৪৫) অকথ্য ভাষায় গালি দিয়ে লাথিঘুষি মারে। অসহায় শেফালী শহরের মোহাজের পাড়ার হতদরিদ্র অরুণ নাথের স্ত্রী। গত রবিবার দুপুরে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সূত্র জানায়, শহরের মোহাজের পাড়ার হতদরিদ্র অরুণ নাথের স্ত্রী শেফালী নাথ দীর্ঘদিন ধরে শাক বিক্রি করে কোন মতে সংসার চালিয়ে আসছেন। বেশ কিছুদিন পূর্বে শহরের পাহাড়তলীর বাসিন্দা ক্ষমতাসীন দলের নেত্রী পরিচয়দানকারী শিখা বডুয়া প্রকাশ শিল্পী বড়ুয়া ও তালিকাভুক্ত চিহ্নিত ছিনতাইকারী, ২ ডজন মামলার আসামি সঞ্জয় বড়ুয়া প্রকাশ বাবুল শহরের স্টেডিয়াম বাজারে শাক বিক্রয়কালে শেফালীর কাছ থেকে ১ হাজার টাকা ধার নেন। এরপর দীর্ঘদিন যাবৎ টাকা ফেরত না পেয়ে কয়েকদিন পূর্বে পাওনা টাকা ফেরত চাইতে গেলে উল্টো বকাঝকা করে তাকে তাড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে গত রবিবার সকালে অসহায় শেফালীকে বৌদ্ধ মন্দির সড়কে দেখতে পেয়ে তাকে অপহরণ করে পাহাড়তলীস\' বাড়িতে নিয়ে যায় হিরেন্দ্র’র মেয়ে যুব মহিলা লীগের নেত্রী পরিচয়দানকারী শিল্পী বড়ুয়া। পরবর্তীতে তাকে বাড়িতে বেঁধে রেখে অমানুষিকভাবে শারীরিক নির্যাতন চালিয়ে গুরুতর আহত অবস\'ায় উল্টো অপরাধী সাজিয়ে পুলিশকে ধরিয়ে দেয়।

মডেল থানার এ এস আই কামাল পাহাড়তলীস\' শিখা বড়ুয়ার বাড়িতে গিয়ে আহত শেফালীকে ধরে থানায় নিয়ে আসেন। শুধু তাই নয়, থানায় নিয়ে আসার পর শেফালীর উপর শিল্পী বড়ুয়া ডিউটি অফিসার ও অন্যান্য পুলিশ সদস্যদের সামনে লাথি ঘুষি মারে। এসময় ডিউটি অফিসার এস আই মমতাজ ধমক দিয়ে উক্ত নেত্রীকে নিবৃত্ত করেন। এ ব্যাপারে জানতে চাইলে মডেল থানার ডিউটি অফিসার মমতাজ বেগম জানান, শেফালীকে মারধর করার জন্য চিকিৎসা খরচ বাবদ ১ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করে দিয়ে আপষ করে দেওয়া হয়েছে। সুত্র : দৈনিক আজাদী


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.