আমার ভাগ্নেটার ভ্রু খুব পাতলা। আগে ভালো মত খেয়াল না করলে দেখাই যেত না। তাই ওর নাম দিয়েছিলাম 'মোনান্নেসা বেগম' (মোনালিসার বাংলাদেশী সংস্করণ)। ভাগ্নের খুব পছন্দ হয়েছিল নামটা। সেও বলতে চেষ্টা করত নামটা।
নাম জিজ্ঞেস করলে বলত, মোনা-আসা ব্যাকম, বলে নিজেই হাসতে হাসতে গড়িয়ে পড়ত।
সে এখন যে স্কুলে পড়ে সেটা তার মতে তেমন একটা ভালো স্কুল না, কারণটা বড়ই গুরুত্বপূর্ণ ।
ভাগ্নের আবার মোবাইল আছে। তাও একটা দুটা না, তিন তিনটা (খেলনা মোবাইল না কিন্তু)। যদিও এর মধ্যে শুধু একটাতে সিম আছে, বাকীগুলো সিম ছাড়া, শুধু টিপাটিপি করার জন্য।
সিমওয়ালা মোবাইলটা দিয়ে মাঝে মাঝেই আমাকে মিস কল দেয়, যাতে কল ব্যাক করে ওর সাথে কথা বলি। মোবাইল সম্পর্কে আস্তে আস্তে অনেক কিছু জানতে পেরে সে খুবই বিস্মিত ।
ভাগ্নের পড়াশোনায় কোন মন নেই। তা হলে কী হবে সে স্মার্ট আছে। যেকোন প্রশ্নের উত্তর স্মার্টলি দিতে পারে, সঠিক উত্তর জানা থাক বা না থাক ।
ভাগ্নে টিভি দেখতে পারে সারাদিন, কার্টুন চ্যানেলগুলো নিয়ে সারাদিন পড়ে থাকতে তার কোন আপত্তি নেই। যখন সবাই টিভিতে খেলা দেখে তখন সে খুবই বিরক্ত হয়। বিশেষ করে ক্রিকেট, সারাদিন ধরে চলতেই থাকে, শেষই হয় না। খুব ছোট থাকতে যেবার প্রথম টিভিতে ক্রিকেট খেলা দেখল, খুব ভালো লেগেছিল ওর, হা করে টিভির দিকে তাকিয়ে ছিল, এক সময় মুগ্ধ কন্ঠে বলল, দেখছ? কত্ত মামা! একসাথে এত মামা দেখাটাই ওর জন্য বড় ব্যাপার ছিল।
তবে আইপিএল এর সময় না বুঝলেও মজা পেয়েছিল খুব, তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো ?
ভাগ্নে কথার মারপ্যাঁচ এত জানে, তার সামনে বড়রাই অনেক সময় বোকা হয়ে যায়।
বড় হয়ে একজন বিশিষ্ট চাপাবাজে পরিণত হবে এ নিয়ে আমাদের কোন সন্দেহ নেই ।
তাকে বোকা বানানোর চেষ্টা করে কেউ বেশী সুবিধা করতে পারে না ।
করবেই বা কিভাবে, তার আত্মসম্মানবোধ একদম টনটনে ।
যদিও বেশীর ভাগ সময় নিজেই নিজেকে হাসির পাত্রে পরিণত করে। কখনও শ্বশুর বাড়ি যেতে চায় , কখনও প্রেম করে বিয়ে করতে চায় ।
কিন্তু এগুলো তো আসলে সবাই চায়, তাই না?
তবে যত যাই হোক, যাই কিছু বলুক , সে তার মায়ের কলিজার টুকরা, আমার প্রিয় ভাগ্নে, আমার জানের জান ।
আগামীকাল ভাগ্নের জন্মদিন । সারাদিন ওর সাথে থাকব বলে ঠিক করেছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।