আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভাগ্নে চিঙ্কি

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

আমার ভাগ্নে দেখতে দেখতে ১বছর হয়ে গেল। সে ২/১টা টুকটাক কথা বলা শিখেছে... মা কে মাম্মা, নানীকে নান্না, বাবা, দাদী, নানা, মামা, মামী সহ বাকি ডাকটাক ঠিকমতই দিচ্ছে অনেকদিন ধরে খালি খালা ডাকতে বললেই হাসতে থাকে যেন একটা জোক বলা হয়েছে তাকে। আমার সখীর কাছে দুঃখের কাহিনী বললাম সে বলে তাকে অন্য কিছু বলে ডাকতে বলো, খালা বাদ দাও সে ধরে ধরে দাড়াতে এবং হাটাহাটি করতে পারে। তার বর্তমানে ৬টি দাঁত। দাঁত দেখাতে সে বড়ই ভালবাসে।

সেদিন সে তার মায়ের কোলে চড়ে নিচতলা থেকে উপরে আসলে আমি বললাম, কি গোসল হয়েছে? সে খুবই আনন্দের সাথে বলল, হয় নি। আরেকদিন বলল, বাবারে বাবা। খালি খালা ডাকলো না আজও তার সবচেয়ে দুঃখের সময় কেউ তার সামনে বাথরুমে গেলে বাথরুমের দরজা ধাক্কায় আর মনের দুঃখে কাঁদতে থাকে তার যখন ক্ষিদে লাগে বা বিরক্ত লাগে তখন সে মাথা চুলকায়। আর মনে অতি সুখ থাকলে বা ঘুমানোর সময় সে আআআআ করে গান গায় সাথে মাথা ঝুলায়। তার ভাবখানা মাঝে মাঝে দেখলে মনে হয় ইঞ্জিনিয়ার।

তার দেখলে তার মাথা ঠিক থাকে না। মাঝে ২দিন সে আমার বিছানায় বসিয়ে দিলে কীবোর্ড ধরার জন্য লাফালাফি শুরু করেছিলো আমি তাকে চরম ধমক দিলাম। ধমক খেয়ে সে কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর খুবই মিষ্টি হাসি দিয়ে কোলে উঠলো তারপর কীবোর্ড ধরতে গেল এবং আবার ধমক খেলো। এরপর থেকে সে আর কীবোর্ড ধরে না।

ভালবাসে জানালার পাশে দাড়িয়ে থাকতে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।