আমাদের কথা খুঁজে নিন

   

‘তারেককে ধরতে পরোয়ানা মন্ত্রীদের নির্দেশে’

সোমবার সুপ্রিম কোর্টে আইন সাংবাদিকদের কার্যালয়ে আয়োজিত এক বিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব খোকন বলেন, দুর্নীতি দমন কশিমন ও আদালতের যোগসাজসেই ওই পরোয়ানা বেরিয়েছে।
মুদ্রা পাচার মামলায় বিচারের মুখোমুখি করার জন্য ইন্টারপোলের মাধ্যমে তারেককে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে রোববার পরোয়ানা জারি করে বিচারিক আদালত।
এ বিষয়ে তার আইনজীবী বলেন, তারেক রহমান বিদেশের মাটিতে চিকিৎসার জন্য রয়েছেন। দেশ ও দেশের মানুষ সম্পর্কে তিনি ভাবেন। এরই প্রেক্ষিতে তিনি একটি সভায় অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন।


“এরপর মন্ত্রীরা কথা বললেন। পরে দুদকের আবেদনে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সরকারের মন্ত্রীদের নির্দেশে দুদক ও আদালতে যোগসাজসে এটা একটা রাজনৈতিক স্টান্টবাজি ছাড়া আর কিছু নয়। ”
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, “এই মামলা দুদক আইনে দায়ের করা। এই আইনের কোথাও ইন্টারপোলের মাধ্যমে আসামিকে গ্রেপ্তারের বিধান উল্লেখ করা হয়নি।

ফৌজদারি কার্যবিধিতেও এ ধরনের কোনো কিছু বলা হয়নি। ”
“এই দুই আইনের কোনোটির মাধ্যমে এভাবে পরোয়ানা জারির নির্দেশ দেয়া যায় বলে আমাদের জানা নেই। তাই এর কোনো আইনগত ভিত্তি নেই। ”
পৃথিবীর কোথাও রাজনৈতিক বিরুদ্ধবাদীদের ইন্টাপোলের মাধ্যমে গ্রেপ্তার করার দৃষ্টান্ত নেই বলেও দাবি করেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে বিএনপির আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এ দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে।

এই সময় সরকারের পক্ষ থেকে খালেজা জিয়ার ওপর মানসিক চাপ সৃষ্টি করতে এই আদেশ দেয়া হয়েছে। ”
জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তার বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনে যান। সেখানে এখনো তিনি শারীরিক অসুস্থতার চিকিৎসা নিচ্ছেন বলে বিএনপির দাবি।
আইনগতভাবে ইন্টারপোলের মাধ্যমে কাদের গ্রেপ্তার করা যায়-এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকন বলেন, “সরকার পরিবর্তন হলে পদ্মা সেতুর মামলায় সেটা দেখতে পারবেন- কাদেরকে ইন্টারপোলের মাধ্যমে আনা যায়। ”
ব্রিফিংয়ে অন্যদের মধ্যে আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.