তারেক রহমানের উকিল নোটিসের জবাবে এই প্রত্যাহার চাওয়া হয় বলে সোমবার মন্ত্রীর আইনজীবী আব্দুল মতিন খসরু জানিয়েছেন।
সুপ্রিম কোর্টে আইন সাংবাদিকদের কার্যালয়ে তিনি বলেন, “আমার মক্কেলের ওই বক্তব্য সকল পত্রিকায় একইভাবে এসেছে। কিন্তু একটি পত্রিকায়ই তা ব্যতিক্রমভাবে এসেছে। প্রকৃতপক্ষে তিনি এভাবে কথা বলেননি।"
তারেক রহমানের উকিল নোটিশে দৈনিক আমাদের সময়ে গত ২৫ মে প্রকাশিত একটি প্রতিবেদনের অংশ বিশেষ উল্লেখ করা হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, “বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে পরিবেশমন্ত্রী পৌরাণিক কাহিনীর রঘু ডাকাতের সঙ্গে তুলনা করেছেন। হাছান মাহমুদ বলেন, বিএনপির শাসনামলে হাওয়া ভবনের মধ্যমণি, দুর্নীতি ও সন্ত্রাসের বরপুত্র তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী ঘোষণা করে বিএনপি প্রকারান্তরে জানিয়ে দিয়েছে, তারা দুর্নীতিবাজ ও সন্ত্রাসবান্ধব।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।