পাখি এক্সপ্রেস
একদিন চেহারার দ্বিতীয় অংশে
ক্ষমা প্রার্থনার ইচ্ছা ঝুলিয়ে রাখবো।
দৈনিক মাত্র ঘন্টাখানেক, এর বেশি তোমাকে ভাবি না!
শেষে তোমার গালের গোশত পঁচে যবে জেনে
মাটির গায়ে গাল রাখি। মাটিতেই বিসর্জিত হই।
ছুটে চলি শীতল মাটির খোঁজে কুমোর বাড়ি বাড়ি।
এসব একান্তই নিজের জন্য, কেবলই নিজের জন্য!
পৃথিবীতে নিজস্ব প্রয়োজন এড়িয়ে যেতে পারি না বলেই
এখনো ছায়া দেখার ইচ্ছে হয়, ভুল দেখার ইচ্ছে হয়-
দূরে তোমাকে আসতে দেখে পাড়ার শিশুরা চকলেট
আর সাথে আনা শরীরের ঘ্রান নিতে ঘিরে আছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।