আমাদের কথা খুঁজে নিন

   

দুর্বলতা কোথায়? ভাষায়?

এসো প্রতিবাদ করতে শিখি ।

চরম বিপাকে আছে আমাদের যুব (ছেলে) সমাজ। বিপাকের মূল কারন ''ভাষা''।

আমাদের মাতৃভাষা যথেষ্ট সমৃদ্ধ ভাষা। তবুও বিপাকে আছি আমরা।


যার দিক দিয়ে ইংলিশরা এগিয়ে আছে।

মাইন্ড করবেন না আর খটকা লাগার ও কোন কারন নেই!!

আমাদের সমাজে বন্ধু-বান্ধবী বহুত পরিচিত শব্দ। যা নিয়ে প্রতিনিয়ত আমাদের বিপাকে পরতে হচ্ছে।

ছেলে হলে বন্ধু আর মেয়ে হলে বান্ধবী এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যখন কাউকে বলবেন যে, আপনি আপনার বান্ধবীর সাথে কথা বলতেছেন।

অথবা ঘুরতে বের হয়েছেন।
(বিশেষ করে ছেলে দের ক্ষেত্রে)।

তখন অপর ব্যাক্তি ভ্রু কুচকাবে বলবে "বান্ধবী"!!!
এমন ভাব করবে শব্দ টা হয়তো অন্য কোনও ভিন গ্রহ থেকে আগমন হয়েছে।

আর এমন টা হয়তো করাই স্বাভাবিক ........................

কিন্তু ইংলিশ দের কিন্তু এই ঝামেলা কখনও পোহাতে হয় না। কারন তাদের ভাষায় বন্ধুত্বর কোনও লিঙ্গ নেই যেমন টা আমাদের।


তাদের ভাষায় শুধুই বন্ধু, হউক ছেলে কিনবা মেয়ে।

আমাদের আরও একটা দুর্বলতা আছে! এটাকে জাতি গত নাকি ভাষা গত দুর্বলতা বলব বুঝতে পারছিনা!!

তা হল বন্ধুত্ব দুই ভাগে ভাগ করে দিয়েছে ভালো কথা, কিন্তু আর একশ্রেণীর কথা হয়তো কেউ কখনও ভাবেই নি!

তারা হল কমন (হিজড়া) লিঙ্গ দের কথা। পণ্ডিতগণেরা হয়তো ভুলেই গিয়েছিল তাদের কথা।

একজন হিজড়া আপনার বন্ধুত্বের তালিকায় থাকতেই পারে। অসাভাবিক কিছু না।



তাকে আপনি কি বলে ডাকবেন?

বন্ধু / বান্ধবী / নাকি "বন্ধবী"?

এটা কি তাদের প্রতি বঞ্ছনা নাকি অনাদর, অবহেলা?????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.