আমাদের কথা খুঁজে নিন

   

বিষণ্ণ দুপুরে নির্জন নিষাদ

বিষণ্ণ দুপুরে নির্জন নিষাদ-এর শুনশান নীরব জগত!

বিষণ্ণ দুপুরে— একাকি হাসে হিজলের ছায়া, তিরতির সময় কাঁপে প্রজাপতির কোমল ডানায়, কলমির ভেতর, জলের পিঠে শ্বাস ছাড়ে ক্লান্ত খলসে, কখনো হঠাৎ, দমকা বাতাস উড়িয়ে দেয় বেতের আঁচল। বিষণ্ণ দুপর— দাঁড়িয়ে ঠায়, নিস্তব্ধ নিথর; ঘুমন্ত সেই চরাচরে জেগে থাকি আমিও একা নির্জন নিষাদ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।