বড়াইগ্রাম(নাটোর) উপজেলার সমস্যা সম্ভাবনা নিয়ে এই ব্লগে আলোচনা করা হবে। বেশী করে নিমগাছ লাগান, আপনার পরিবেশ ভাল থাকবে।
নাটোরের বড়াইগ্রামে প্লাবন ভূমিতে মাছ চাষ, দিন বদলের সুবাতাস শ্লোগান নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে উপজেলা চত্ত্বরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লা নূর বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, সহকারী মৎস্য কর্মকর্তা মোবাশ্বীর হোসেন ও আব্দুল জলিল । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক। পরে উপজেলা পরিষদের পুকুরে ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।