বড়াইগ্রাম(নাটোর) উপজেলার সমস্যা সম্ভাবনা নিয়ে এই ব্লগে আলোচনা করা হবে। বেশী করে নিমগাছ লাগান, আপনার পরিবেশ ভাল থাকবে।
দূর্নীতিবাজ ও অর্থ-আত্নসাৎকারী অধ্যক্ষের অপসারণ, আত্নসাৎকৃত অর্ধকোটি টাকা ফান্ডে ফেরৎ দান ও কলেজে শিক্ষার সুষ্ঠ পরিবেশ রক্ষাসহ ১৪ দফা দাবীতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ডিগ্রী কলেজের শিক্ষকরা কলেজের একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে দাবী পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছেন। শিক্ষকরা একই দাবীতে ইউএনও-র নিকট স্মারকলিপি প্রদাণ করেছেন। এদিকে শিক্ষকদের দাবীর প্রতি সমর্থন জানিয়ে কলেজের ছাত্ররা ব্যাপক বিক্ষোভ ও ভাংচুর করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে শিক্ষকরা স্থানীয় আওয়ামীলীগ নেতা ও কলেজের অধ্যক্ষ আবুল আছর মোহাম্মদ শফিউজ্জামানের বিরুদ্ধে শিক্ষকদের ডোনেশনের টাকা, টিউশন ফি, পরীক্ষর ফি সহ অন্যান্য খাতের প্রায় অর্ধকোটি টাকা আত্নসাতের অভিযোগে কলেজের একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে দাবী পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘটের ডাক দেন। পরে তারা একই দাবীতে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেছেন। অন্যদিকে, গতকাল পূর্বঘোষিত তারিখ অনুযায়ী বর্ষ পরিবর্তন পরীক্ষা না হওয়ায় বিক্ষুদ্ধ ছাত্ররা শিক্ষকদের দাবীর প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ করেছে। এসময় তারা কলেজে ব্যাপক ভাংচুর চালিয়েছে। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ আবুল আছর মোহাম্মদ শফিউজ্জামানের সাথে মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।