জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির আদেশ বাতিলের দাবীতে দেশব্যাপী হরতালের সমর্থনে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বড়াইগ্রামের কমপক্ষে ২০টি পয়েন্টে গাছ কেটে ও টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে।
সকালে উপজেলা সদর বনপাড়ায় মিছিল-সমাবেশ ও মহাসড়ক অবরোধ করে জামায়াত নেতাকর্মীরা।
ধানাইদহে প্রায় ৩ শতাধিক মহিলারা ঝাড়ু হাতে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন ও মহাসড়ক অবরোধ করে। বড়াইগ্রাম পৌর শহরে মাথায় কাফনের কাপড় বেঁধে প্রায় সহস্রাধিক নেতাকর্মী লাঠি মিছিল, মহাসড়ক অবরোধ ও আল্লাহর কাছে কাদের মোল্লার জীবনভিক্ষা চেয়ে কান্নারত অবস্থায় দোয়া করেন।
হরতালে ব্যাংক-বীমা অফিস-আদালত বন্ধ ছিল। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় উপজেলার কোথাও চলতি বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ব্যাপক অবরোধে উপজেলার কোথাও পুলিশ প্রশাসনের উপস্থিতি চোখে পড়েনি।
এছাড়া রয়না ভরট, রাজ্জাক মোড়, লাথুরিয়া, বনপাড়া, আহম্মেদপুর বাসস্ট্যান্ড, কারবালা, দাঁইড়পাড়া, ধানাইদহ, রাজাপুরসহ প্রায় ৩০ কিলোমিটার মহাসড়কে কমপক্ষে ২০টি পয়েন্টে হাজার হাজার নেতাকর্মী অবরোধ করে।
এ সময় রাজ্জাক মোড়ে তিনটি ট্রাক ভাংচুর করে জামায়াত নেতাকর্মীরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।