আমাদের কথা খুঁজে নিন

   

বড়াইগ্রামে আওয়ামী লীগের দু'গ্রুপে সংঘর্ষ : আহত ১০

বড়াইগ্রাম(নাটোর) উপজেলার সমস্যা সম্ভাবনা নিয়ে এই ব্লগে আলোচনা করা হবে। বেশী করে নিমগাছ লাগান, আপনার পরিবেশ ভাল থাকবে।

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাড়িয়ায় মাদ্রাসার ছাত্রীকে উত্যাক্ত করার ঘটনা কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দু'গ্রপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, মাড়িয়া আলিম মাদ্রাসায় ৬ষ্ট শ্রেণীতে অধ্যায়নরত জালশুকা গ্রামের ছুরমান আলীর মেয়ে শম্পাকে মাদ্রাসায় যাতায়াতের পথে ইকড়ী গ্রামের আজিতের ছেলে মিলন দীর্ঘ দিন ধরে উত্যাক্ত করে আসছিল।

স্থানীয় আওয়ামী লীগ নেতা ডা. ইসমাইল গ্রুপের কর্মীরা এর প্রতিবাদ করলে মিলন আওয়ামী লীগের প্রভবশালী নেতা শামসুল আলম (শাম) গ্রুপের প্রায় ২৫ জন কর্মী লাঠি সোঁটা নিয়ে নিয়ে ইসমাইল গ্রুপের কর্মীদের বাড়িতে গিয়ে আক্রমন করে। এ সময় উভয় গ্রপের সংঘর্ষে ১০ জন আহত হয়। উভয় গ্রুপের গুরুতর আহত ইন্তাজ (২৮), বকুল (৩৫), শাকিব (১৯) ও শহীদুল ইসলাম (২৬) কে বড়াইগ্রাম উপজেলা থানা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জুয়েল (২০) ও জামাত (৫০) সহ বাকি আহতদের প্রথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সংবাদ লেখার সময় উভয় গ্রুপ মামলার প্রস্তুতি নিচ্ছিল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.