আমাদের কথা খুঁজে নিন

   

বড়াইগ্রামে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১০

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর এলাকায় গতকাল রাত সাড়ে ১১টায় নাটোর-ঢাকা মহাসড়কে পুলিশের সাথে অবরোধকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের এক কনস্টেবলসহ ১০ জন আহত হয়েছে।

অবরোধকারীরা পুলিশকে বহনকারী একটি লেগুনা ও আটটি ট্রাক ভাংচুর করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে অবরোধের কারণে আহম্মেদপুরে আটকে থাকা প্রাণ কোম্পানীর পণ্যবাহী দশটি ট্রাকসহ প্রায় অর্ধ শতাধিক গাড়ি পুলিশ পাহারায় নাটোর নিয়ে যাচ্ছিলেন। খবর পেয়ে অবরোধকারীরা গাড়িবহরে হামলা চালায়।

এ সময় পুলিশ বহনের কাজে ব্যবহূত লেগুনা ও ৮টি ট্রাক ভাংচুর করে অবরোধকারীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ১৮ রাউন্ড গুলি ছুঁড়ে। এই ঘটনায় পুলিশ পিকআপের চালক কনস্টেবল আব্দুল মান্নান (৪২) ও অবরোধকারীদের ৯ জন আহত হন। আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপস্নেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.